March 19, 2025, 12:29 am

উম্মতের প্রতি বিশ্ব নবী (সাঃ) এর ১০ টি উপদেশ

উম্মতের প্রতি বিশ্ব নবী (সাঃ) এর ১০ টি উপদেশ

মোঃ আরিফ হোসেন রনি;ভোমরা(সাতক্ষীরা সদর) প্রতিনিধি :-হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে দশটি বিষয়ে ওয়াসিয়্যাত বা উপদেশ দিয়েছেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন-

১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়।

২. বাবা-মায়ের অবাধ্য হবে না, যদি বাবা-মা তোমাকে তোমার পরিবার-পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেয়ার হুকুমও দেয়।

৩. ইচ্ছাকৃতভাবে কখনও কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফারজ নামাজ পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন।

৪. মদ পান করা থেকে বিরত থাকবে। কেননা তা সকল অশ্লীলতার মূল।

৫. সাবধান! আল্লাহর নাফরমানী ও গুনাহ থেকে বেঁচে থাক, কেননা নাফরমানী দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়।

৬. জিহাদ থেকে কখনো পালিয়ে যাবে না, যদিও সকল লোক মারা যায়।

৭. যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ, তখন সেখানে তুমি অবস্থান করবে (পলায়নপর হবে না)।

৮. শক্তি-সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার-পরিজনের জন্য খরচ করবে (কার্পণ্য করে তাদের কষ্ট দেবে না)।

৯. পরিবারের লোকেদের আদব-কায়দা শিক্ষার জন্য কক্ষনও শাসন থেকে বিরত থাকবে না। এবং

১০. আল্লাহ তাআলা সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করতে থাকবে।’ (মুসনাদে আহমাদ, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উল্লেখিত নসিহত তথা উপদেশগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited