February 18, 2025, 4:51 pm
রুহুল কুদ্দুস, ধুলিহর প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন ইমাম সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৩০ আগাস্ট শুক্রবার আসর এর নামাজের পরে হাসানুল বান্না জামে মাসজিদে ধুলিহর ইউনিয়ন ইমাম সমিতির কমিটি গঠন করা হয়েছে। এসময় উপস্হিত ছিলেন জেলা জামায়াতের ইউনিট দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ আলী হাবিবী,ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম, ধুলিহর বাইতুন নুর জামে মাসজিদের সম্মানিত খতিব ক্বরী আনোয়ারুল ইসলাম,মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা মনিরুল ইসলাম বিলালী,মাওলানা আশরাফুজ্জামান আল আজাদী, মাওলানা শামীম রেজা সিদ্দিকী সহ ধুলিহর ইউনিয়নের সকল মাসজিদের ইমাম ও খতিব বৃন্দ।আলোচনা শেষে ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম কমিটি ঘোষনা করেন সকলের পরমার্শ ক্রমে ধুলিহর ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি হিসাবে মাওলানা শহিদুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা শামীম রেজা সিদ্দিকীর নাম ঘোষনা করা হয়। অনুষ্টান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী হাবিবী।
Leave a Reply