January 3, 2025, 3:37 am
মামুন হোসেন ,লাবসা প্রতিনিধি।
দীর্ঘ ১৬ বছর পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রথম মুক্ত আকাশে বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট শুক্রবার ইউনিয়ন আমীর জনাব ওজিয়ার রহমানের সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারি জনাব আমিরুল ইসলামের সঞ্চালনায় বাদ মাগরিব দেবনগর কেন্দ্রীয় জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার ইউনিট সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেস।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান পরিস্থিতিতে
দেশের শান্তি শৃঙ্খলা ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জামায়াত ইসলামীর জনশক্তিকে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করতে হবে।
জামায়াতে ইসলামীর দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে কুরআনের রাজ প্রতিষ্ঠা ও ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শহিদদের বদলা নিতে হবে।
Leave a Reply