November 2, 2024, 11:25 pm
আরিফুল ইসলাম,আমাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটায় সর্বস্তরের জনগনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা করীম সুপার মার্কেটে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আইনশৃঙ্খলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলায় কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মারুফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জাহাঙ্গীর হোসেন খান।
এসময় প্রধান অতিথি বলেন, আশাশুনিতে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। একটি মহল হট্টগোল বাঁধানোর জন্য গোপনে কাজ করে যাচ্ছে। আগামীতে কিছু রাজনৈতিক দলের বিভিন্ন দিবস পালন হতে পারে। আর সেই দিবস পালনের মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই বিশৃঙ্খলা এড়াতে সকলকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন আমি যতদিন আশাশুনিতে আছি, ততদিন আমি আপনাদের ভাই বা সন্তান হিসেবে আপনাদের পাশে থাকবো। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সে যেই হোক না কেন, অন্যায় করলে তার বা তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত সকলকে আইনি সেবা নিতে আশাশুনি থানায় গমন করার আহবান জানান মেজর মারুফ হোসেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন চাঁদাবাজকে ভয় পাবেন না। কেউ চাঁদা চাইলে থানা পুলিশ ও আমাদের (সেনাবাহিনী) কে জানান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তিনি বলেন অসৎ উদ্দেশ্যে কেউ পন্য মজুত করবেন না। ইচ্ছে মত দাম হাঁকাবেন না। কেউ আইনের উর্ধ্বে নয়, ধরা পড়লে কিন্তু কোন ছাড় দেওয়া হবে না।
আশাশুনি উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব শেখ আছাফুর রহমানের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী এড. শহিদুল ইসলাম বাচ্চু, জামায়েত নেতা মোশারফ হোসেন ও বুধহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি কবীর ঢালী।
Leave a Reply