January 2, 2025, 4:34 pm
আব্দুর রাজ্জাক, আশাশুনি:
আশাশুনি কুল্যা ইউনিয়নের কুল্যা আশ্রম মাঠ দুর্গা মন্দির হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা নুরুল আফসার মুরতাজা
সোমবার (১৩ আগস্ট) বিকালে আশাশুনি উপজেলার,কুল্যা ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ এ মতবিনিময় সভা করেন।
উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা আশ্রম মাঠ দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের চলমান পরিস্থিতির আলোকে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
আশাশুনি উপজেলার সাবেক এমপি মরহুম রিয়াছাত বিশ্বাসের সুযোগ্য পুত্র জামায়াতে ইসলামীর নেতা মাওলানা নুরুল আফসার মুরতাজা বলেন, ‘বাংলাদেশ জামায়াত ইসলামী আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের জান, মাল নিরাপত্তা দেয়া হচ্ছে। বাংলাদেশ আমাদের সকলের, হিন্দু-মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই।
নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের লোকদের মতামত বা পরামর্শ সাদরে গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নিতে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহসভাপতি মাসুম বিল্লাহ খান, কুল্যা ইউনিয়ন আমীর ইউসুফ আলী, ইউনিয়ন সেক্রেটারি ফয়সাল আহমেদ, আরো উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায় কুল্যা আশ্রম মাঠ দুর্গা মন্দির পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ মন্ডল, সেক্রেটারি রনজিত সাধু পুরোহিত ভোলানাথ চক্রবর্তী প্রমুখ।
Leave a Reply