December 26, 2024, 1:21 pm
পাটকেলঘাটা প্রতিনিধিঃ
পাটকেলঘাটা কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষনিকভাবে লাশের নাম পরিচয় জানা যায় নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি আরও জানান, লাশের পাশ থেকে দুটি কীটনাশক ঔষধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।
Leave a Reply