December 26, 2024, 12:33 pm
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :
সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নবাসীর আয়োজনে সাতক্ষীরা -১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬ জুলাই শনিবার বিকালে নগরঘাটা ত্রিশ মাইল রাকিব অটো রাইস মিল চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। নগরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম আক্তার উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন সাতক্ষীরা-১(তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। সম্মানিত অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন সংরক্ষিত নারী আসন-৩১৩ সাতক্ষীরার সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, তালা উপজেলার ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, শিল্পপতি ও সমাজসেবক রাকিব অটো মিল ও কোল্ডষ্টোরের স্বত্বাধিকারী আলহাজ্ব মো: ইবাদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন তালা ও কলারোয়া উপজেলা থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply