November 3, 2024, 12:56 am
আব্দুল করিম ঃ নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে হাসপাতালে সন্ধান প্রসব করান মা ও নবজাতকের জীবন বাঁচান স্লোগান সামনে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিসেফ এর অথ্যায়নে ২৭ জুন, জেলা কার্যালয় সাতক্ষীরা এর মিলনায়তনে জনাব মেহেদী হাসান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা এর সভাপতিত্বে নিরাপদ মাতৃত্ব দিবস বিষয়ক কমিউনিটি সভা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য পেশ করেন জনাব ডা. এস. এম নাজমুল আহসান, হেল্থ অফিসার, ইউনিসেফ খুলনা। তিনি বলেন গর্ভবতি মায়ের সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, নরমাল ডেলিভারিতে হোক কিংবা সেজারই হোক মায়ের এবং নবজাতকের সুস্থতার জন্য হাসপাতালে/ক্লিনিকে ডেলিভারি হতে হবে এটাই আমাদের কাম্য। তাহলে নবজাতক এবং মায়ের মৃত্যুর ঝুঁকি কম থাকে কোন সমস্যা হলে সাথে সাথে অভিজ্ঞ ডাক্তারের সহোযোগিতা নেয়া যাবে।
আরো বক্তব্য রাখেন জনাব মাওলানা মোঃ সাইফুদ্দীন ইয়াহিয়া, ইমাম, উপজেলা মডেল মসজিদ, দেবহাটা, সাতক্ষীরা। আরো উপস্থিত ছিলেন এফ এস মোঃ আসাদুল্লাহ
এফ,এস মোঃ আব্দুল্লাহ আল মামুন, মডোল কেয়ারটেকার জনাব মোঃ মাহবুবুর রহমান।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন , ফিল্ড অফিসার জনাব মোঃ হাসানুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা।
Leave a Reply