October 15, 2024, 2:30 am
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৮ টায় সাতক্ষীরা পিটিআই মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস সাতক্ষীরা সদরের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইসতিয়াক শোভন । এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাছুম বিল্লাহ, ডাঃ অপরাজিতা বিশ্বাস
জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, শিক্ষক পঙ্কজ কুমার প্রমুখ । এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন আবুল আনাম ফরহাদ, মো.হারুন খান, মো. বাবুর আলী।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক কামরুজ্জামান। এসময় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু বলেন, শরীর সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। মোবাইল বাদ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সাতক্ষীরার সৈম্য, মুস্তাফিজ, ছাবিনা ইয়াসমিন জাতীয়দলে খেলা করে দেশের মান বিশ্বে পরিচয় ঘটিয়েছে। সাতক্ষীরাড মাটি খেলার জন্য একটি উর্বর জায়গা। মাদক থেকে রক্ষা পেতে খেলাধুলা মুখী করতে হবে শিক্ষার্থীদের।
Leave a Reply