November 2, 2024, 11:24 pm
রুহুল কুদ্দুস, ধুলিহর প্রতিনিধি: সুপারীঘাটা কমিউনিটি ক্লিনিকে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ জুন সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সুপারীঘাটা কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সদস্য আনিছুর রহমান,সহ সভাপতি আক্তারুল ইসলাম সানা,জমিদাতা সদস্য শাহাদাত হোসেন বাবু,মুক্তি যোদ্ধা সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিক আহমদ মোল্যা,অত্র ক্লিনিকের ক্যাশিয়ার শামীম আহমেদ সানা, সদস্য মোস্তাফিজুর রহমান,ভরত দাশ, শম্পা দাশ,ফাতিমাতুজ জোহরা, পরিদর্শক মো:মোশাররফ হোসেন,পর্যবেক্ষক সদস্য আবজাল হোসেন, এফ ডব্লিউ এ আজমুননাহার, ও সদস্য সচিব সুষমা মন্ডল সহ আরো অন্য অন্য সদস্যরা এসময় সভাপতি তিনি ক্লিনিকের রক্ষণাবেক্ষণ ও চলমান কাজের অগ্রগতি ও ক্লিনিকের বিভিন্ন বিষয়ে আলোচনা করেনএছাড়া উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্প থেকে বাস্তবায়িত কিশোর কিশোরী কর্নার স্থাপন করা হয়েছে তার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্লোবাল এ্যাফের্য়াস কানাডাকে অসংখ্য ধন্যবাদ প্রদান করেন।এছাড়া আরো উপস্থিত ছিলেন উত্তরণের কমিউনিটি ফাসিলিটেটর সহ স্থানীয়রা
Leave a Reply