November 3, 2024, 12:12 am
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঢাকাস্থ সাতক্ষীরার সর্ববৃহৎ ছাত্র সংগঠন “সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদ” এর ঈদুল আযহা পরবর্তী ঈদ পূনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহিম গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আজিজুর রহমান, পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, সাবেক সভাপতি মুত্তাকি বিল্লাহ, সাবেক সভাপতি হাবিবুর রহমান, পরিষদের বর্তমান কমিটির সহসভাপতি আব্দুস সালাম, আমিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল,ওমর ফারুক,আরাফাত হোসেন মিলন,ইমামুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব আজ চরম নৈতিক সংকটে ভুগছে, তোমাদের এখন এই নৈতিকতার সংকট পূরনের দায়িত্ব নিতে হবে। মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে একটি কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রদের এগিয়ে আসতে হবে।(প্রেস রিলিজ)
Leave a Reply