January 3, 2025, 2:22 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রাঘাতে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার গাবুরা ইউনিয়নের তিন নম্বর ক্লোজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার কয়রা থানার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত গাজী (৪০) ও একই গ্রামের আল-আমিন হোসেনের ছেলে নাজমুল হোসাইন (১০)।
এ বিষয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম জানান, বৃহস্পতিবার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ঘেরের ঝুপড়িতে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রাপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর একজন অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে তার জ্ঞান ফিরে আসে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, নিহতদের মরদেহ ট্রলারযোগে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
Leave a Reply