February 12, 2025, 9:32 pm
ইব্রাহিম খলিলুল্লাহ, আগরদাঁড়ী প্রতিনিধি: সাতক্ষীরা
ফুফুর বাড়ীতে ঈদ করতে এসে পানিতে ডুবে মারা গেছেন কলেজ ছাত্র মোস্তফা সাগর। আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের মোর্তাজুল ইসলামের ছেলে মোস্তফা সাগর।বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।নিহতের ফুফু জানিয়েছেন, তার ভাইপো মোস্তফা সাগর এবারের এসএসসি পরীক্ষায় পাস করে সবে কলেজে ভর্তি হয়েছে। আবদার করে এসেছিলো কোরবানির ঈদ করতে। বেলা ১২ টার দিকে পার্শ্ববর্তী খানপুর মাদ্রাসার পুকুরে সে গোসল করতে যায়।কিছুক্ষণ পর খবর আসে সাগর পানিতে ডুবে গেছে। এরপর তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply