November 10, 2024, 8:10 am
পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য বিশিষ্ট আওয়ামী লীগ নেতা দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক শহীদ স ম আলাউদ্দিনের ২৮ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়। ১৯৯৬ সালের ১৯ শে জুন সন্ত্রাসীরা পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে। গতকাল বুধবার সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার মিঠাবাড়ী গ্রামে চিরনিদ্রায় শায়িত আলাউদ্দিন সাহেবের কবরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল সকালে প্রথমে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা ১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা নারী সাংসদ লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের নেতৃত্বে সাতক্ষীরা প্রেসক্লাব ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে । এর পর দৈনিক পত্রদূত পরিবার, নগরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ, পাটকেলঘাটা প্রেসক্লাব, বঙ্গবন্ধু পেশা ভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, সাবেক সাতক্ষীরা জেলার কৃষকলীগ, তালা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,তালা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সহ সর্বস্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুজরুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন জনপ্রিয় নেতা শহীদ সম আলাউদ্দিনকে সেদিন পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় তাকে হত্যা করা হয়। তার বিচার কার্যক্রম আজও শেষ হয়নি। বিভিন্ন আইনি জটিলতায় বিচার কার্যক্রম আটকে গেছে। তার কন্যা লাইলা পারভীন সেজুতিকে জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা ৩১৩ আসনে সংসদ সদস্য মনোনিত করেছেন। সাতক্ষীরা বাসি আশা করে আলাউদ্দিনের বিচার কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আমরা মনে করি। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply