February 18, 2025, 4:05 pm
মোঃ আরিফ হোসেন রনি(সাতক্ষীরা), ভোমরা প্রতিনিধি:-পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরা’র ভোমরা স্থলবন্দরে শুল্ক স্টেশনের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ছয় দিন বন্ধ থাকবে।আগামী ১৫ জুন’২৪ শনিবার থেকে ২০ জুন’২৪ বৃহস্পতিবার পর্যন্ত ভোমরা বন্দরে কোনো প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না। আগামী ২২ জুন থেকে আবারো স্বাভাবিক নিয়মে শুরু হবে ভোমরা স্থল বন্দরের কার্যক্রম। তবে এই ছুটির সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে (বাংলাদেশ-ভারত) দুই দেশের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম. মাকছুদ খান বলেন, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভোমরা স্থল বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের যৌথ মতামতের ভিত্তিতে এবং ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশন এর প্রেরিত পত্রের স্মারক নং- সি এ ক এ্যাসো: ২৩২/২৪ এর পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন’২৪ শনিবার থেকে ২০ জুন’২৪ বৃহস্পতিবার পর্যন্ত টানা ছয় দিন ভোমরা স্থল বন্দরের শুল্ক স্টেশনে সিএন্ডএফ এর সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। একই সাথে বাংলাদেশ থেকে ভারতে পণ্য পরিবহনও বন্ধ থাকবে।
ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাজরিহা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে (বাংলাদেশ-ভারত) দুই দেশের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমীন জানান, আগামী ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত সরকারি ছুটি উপলক্ষ্যে ভোমরা স্থল বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ২১ জুন’২৪ শুক্রবার ভারত ও বাংলাদেশের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতারা ঈদ উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশন নোটিশের মাধ্যমে জানান, আগামী (১৫-২১) জুন’২৪ ছয় দিন বন্ধ থাকার পর আগামী ২২ জুন’২৪ তাং শনিবার থেকে পূর্বের নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply