January 2, 2025, 10:31 pm
মোঃ রাশেদ রেজা( সাতক্ষীরা)বল্লী প্রতিনিধি:সাতক্ষীরা সদরের বল্লী হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার সাতক্ষীরা সদর এর অন্তর্ভুক্ত বল্লী ইউনিয়ন এর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হয় সকাল ৮:৩০ মিনিটে । উক্ত ম্যাচটিতে মুখোমুখি অবস্থান করে কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলাটি নির্ধারিত সময়ে কোন গোল না হওয়াই ট্রাইব্রেকারে মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়। ট্রাইব্রেকারে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়। দিনের অন্য ফাইনাল ম্যাচে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি অবস্থান নেয় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার পুরোপুরি সময়ে বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়। খেলার শেষে সব টিমের মাঝে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি প্রদান করা হয়।
Leave a Reply