November 3, 2024, 1:17 am
মোঃ রাশেদ রেজা,বল্লী(সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভুক্ত বল্লী ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ড, আমতলা গ্রামে গত ০১লা জুন দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় টলি চুরি হয়। টলিটি আমতলা গোড়াখাল জামে মসজিদ এর সামনে প্রতিদিনের ন্যায় রাখা ছিল। কিন্তু টলির মালিক মোঃ আসিবুর রহমান, পিতা: -মফিজুল ইসলাম আজ সকালে টলিটি নির্ধারিত জায়গায় দেখতে পায় না। আসিবুর ৩ দিন আগে অনেক কষ্টে অল্প অল্প করে জমানো অর্থ এবং গরু বিক্রি করে ক্রয় করে। কিন্তু এতো দ্রুত এমন ঘটনা ঘটার প্রেক্ষিতে তার পরিবারের মাঝে হতাশা বিরাজ করছে। চুরিকৃত টলিটি উদ্ধারের জন্য সকালে আসিবুর সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করে। তারা তাদের চুরি হওয়া টলি যেভাবেই হোক ফেরতের জন্য সকলের সহযোগিতা কামনা করছে এবং দোষিদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে।
Leave a Reply