December 27, 2024, 1:57 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আম মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ আম মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন প্রমুখ । অনুষ্ঠানে জেলার আম চাষিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এবারের মেলায়, আম্ররোপালি,হিমসাগর,ন্যাংড়াসহ ৩৫ প্রজাতির আম প্রদর্শনী হয়। মেলাটি ২৫ মে থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক ইকবাল আহমেদ।
Leave a Reply