December 26, 2024, 11:08 am
আরশাফুল ইসলাম,ফিংড়ি প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহের পরিত্যক্ত স্লুইস গেটের সামনের বাঁধ ভেঙে বানের স্রোতের মতো বিলের ভিতরে হুহু করে ঢুকছে মরিচ্চাপ নদীর পানি।দ্রুত বাঁধ দিতে না পারলে ফিংড়ী ইউনিয়নের সব বিলের ইরি বোরো পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় আশংকা রয়েছে।
সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ৯ এপ্রিল সকালে ব্যাংদহ স্লুইসগেটের সামনের বাঁধে ফাটল দেখা দিলে গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানকে জানান। তিনিও তড়িৎগতিতে বেকু মেশিন দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করে। কিন্তু প্রচন্ড স্রোতের তীব্র গতিতে বাঁধ নির্মাণের চেষ্টা ব্যর্থ হয়।সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে তীব্র গতিতে পানি ঢুকতে থাকায় ফিংড়ী ইউনিয়নবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। রাতের মধ্যে বাঁধ দিতে না পারলে ফিংড়ী ইউনিয়নের সব বিলের পাকা ইরিধান সহ আশে পাশের হাজার হাজার একর জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় আশংকায় শতশত কৃষকের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানসহ সকল ইউপি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে গিয়ে বাঁধ দেওয়ার জন্য নিরলস ভাবে চেষ্টা করে কিন্তু তীব্র স্রোতের কারণে বাঁধ দেওয়া সম্ভব হয়নি তবে চেষ্টা অব্যহত আছে। ফিংড়ী ইউনিয়নসহ আশেপাশের হাজার হাজার একর জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে অবিলম্বে ব্যাংদহ স্লুইসগেটের সামনের বাধ দেওয়ার জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply