January 3, 2025, 1:45 am
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ইদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ ) ১৭ই রমজান তুফান কনভেনশন সেন্টারে
সংগঠনের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায়
ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান, দৈনিক দক্ষিনের মশাল’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আশেক-ই- এলাহী,সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল,পুলক কুমার পাল, কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম সম্পাদক মো. আবুল খায়ের, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, সদস্য আসাদুজ্জামান, সুতপা রাহা,আয়ুব আলী, রবিউল ইসলাম, আব্দুস সালাম, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. মাহবুবুর রহমান। এসময় সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ইফতার মাহফিলে সংগঠনের প্রয়াতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা।
Leave a Reply