December 26, 2024, 3:00 pm
পাটকেলঘাটা সংবাদদাতা:
খুলনা সাতক্ষীরা মহাসড়কের তালার পাটকেলঘাটা বল ফিল্ড নামক স্থানে বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৪টা ভ্যান ও ভাজার দোকানে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে ৩ জন আহত হয়। আহতরা হলেন তালা উপজেলার তৈলকপি গ্রামের ভ্যানচালক আনিসুর রহমান ও আব্দুল মুকিত। এ সময় রাস্তার পাশে থাকা ভাজা বিক্রেতা যুগিপুকুরিয়া গ্রামের ভোলানাথ সরদারের পুত্র হুমায়ুন সরদার(৩২) মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বাসটি থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply