December 27, 2024, 2:20 am
কপিলমুনি থেকে:
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খুলনার কপিলমুনি কলেজে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় কপিলমুনি কলেজ ক্যাম্পাসে র্যালি প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে কলেজ শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ জনাব হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি অধ্যাপক এম এম শফিউল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হাবিবুল্লাহ বাহার,উপাধ্যক্ষ জনাব ত্রিদিব কান্তি মন্ডল, সহকারী অধ্যাপক আব্দুস সামাদ, বিষ্ণুপদ মন্ডল প্রভাষক আবু সাঈদ ও ময়েজুর রহমান। কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক ইয়াছীন আলী সরদার, গীতা পাঠ করেন পরিমল কুমার সাধু। শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম।
Leave a Reply