সাতক্ষীরা থেকে : সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের মেহেদিবাগে অবস্থিত মাসজিদে কুবায় জেলা প্রশাসনের আয়োজনে এবং কুবা মসজিদের ব্যবস্থাপনায় হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মোট ৫জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। ৩জন বিচারকের রায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর হাতে ৫০ হাজার টাকার চেক, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩০ হাজার টাকার চেক, তৃতীয় স্থান অধিকারী ২০ হাজার টাকার চেক এবং শীর্ষ ১০ জনের মধ্যে বাকি ৭জনের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার হাফেজ মো: আব্দুস সামাদ, দ্বিতীয় স্থান অধিকার করেন শ্যামনগরের লক্ষ্মীখালী বাগে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ তালহা যোবায়ের ও তৃতীয় স্থান অধিকার করেন কালিগঞ্জের সেহারা নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার খালিদ হোসেন।
সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মসজিদে কুবার সভাপতি এবং দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, মসজিদে কুবার উপদেষ্টা এবং আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়ব হাসান সামসুজ্জামান বাবু, ব্যবসায়ী ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সাতক্ষীরা জেলার কোরআনের হাফেজ গণকে বিভিন্ন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সাহস যোগাতে প্রতিবছর সাতক্ষীরা জেলা প্রশাসন এমন প্রতিযোগিতার আয়োজন করবে। আমার বিশ্বাস আমাদের হাফেজগণ বিশ্ব অঙ্গনে একদিন সাতক্ষীরার নাম উজ্জ্বল করবে।
প্রসঙ্গত, এর আগে (২ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন উদ্বোধন করা হয়। মাসব্যাপী বয়সভিত্তিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১২, ১৫ ও ১৭ বছরের ৮৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here