স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, আইন পেশা একটি মহান পেশা। এ পেশাকে সমুন্নত রাখতে পড়াশুনার বিকল্প নাই, পাশাপাশি সিনিয়র আইনজীবীদের মামলার উপস্থাপন, জবানবন্দি ও জেরা ধৈর্য্য ধরে শুনতে হবে। সেটাকেই ধারণ করতে পারলে, নিজের লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন বিচারপ্রার্থীর ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখা যায়। তিনি জুনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে এ সময় আরো বলেন, পেশাগত সাফল্য ধরে রাখতেই নিজেকে সৎ হতে হবে। এছাড়া বিচারপ্রার্থীকে ন্যায় বিচার দিতে হলে নিজেকে দক্ষ হতে হবে। আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলমের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির আয়োজনে শনিবার বেলা ১১টায় সমিতির নতুন ভবনের তিন তলায় ২০১৬ ও ২০১৮ ব্যাচের নবাগত আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য দেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর ও সিনিয়র আইনজীবী এড. গোলাম মোস্তফা। এছাড়া বক্তব্য রাখেন, এড. মোস্তফা জামান ও এড. সাহেদুজ্জামান সাহেদ প্রমুখ। সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ তোজাম্মেল হোসেন তোজাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here