মাদক কাণ্ডে দিন কয়েক আগেই জড়িয়ে গিয়েছে সাইফ কন্যা সারা আলি খানের নাম। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে চলেছে জেরাও। কিন্তু মেয়ের এমন খারাপ সময়ে পাশে নেই সাইফ আলি খান। বাবা সাইফ নাকি এই সব ‘অযাচিত ঝামেলায়’ এই মুহূর্তে নিজেকে জড়াতে একেবারেই নারাজ। মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে এমনটাই। দিন কয়েক আগেই দিল্লি পাড়ি দিয়েছেন সাইফ। স্ত্রী কারিনার ‘লাল সিংহ চাড্ডা’ ছবির শুটিং হবে দিল্লিতেই। সাইফও নাকি এ সব ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখতে আপাতত দিল্লিকেই ‘নিরাপদ’ বলে মনে করছেন।

শোনা যাচ্ছে, কারিনার শুটিং শেষ না হওয়া পর্যন্ত আপাতত দিল্লিতেই তাদের ‘পটৌডি প্যালেসে’ থাকবে খান। অন্য কয়েকটি সূত্রের দাবি, সারার এই মাদক কাণ্ডে জড়িয়ে যাওয়ার ঘটনায় সাইফ পরোক্ষে আঙ্গুল তুলেছেন প্রাক্তন স্ত্রী, সারার মা অমৃতার দিকে। সাইফের সঙ্গে বিচ্ছেদের পর অমৃতাই সারা এবং ইব্রাহিম (অমৃতা-সাইফের ছেলে)- কে বড় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here