ক্রীড়াঙ্গণকে গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: জেলা প্রশাসক

 জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সাতক্ষীরা জেলা একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার ক্রীড়াঙ্গণকে আরো গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অন্যের সমালোচনা না করে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মাধ্যমে নতুনভাবে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।

নব নির্বাচিত কমিটির দায়িত্বভার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বিদায়ী সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম বদু, নব নির্বাচিত সহ সভাপতি আশরাফ আলী, নব নির্বাচিত সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, নব নির্বাচিত সদস্য শেখ তানজিম কামাল তমাল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, মো. মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, আ ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, কাজী আক্তার হোসেন, কাজী সাফিউল আযম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. রুহুল আমীন, শিমুন শামস্, ফারহা দিবা খান সাথীসহ সাবেক ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here