স্টাফ রিপোটার: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দীস রবিউল বাশারের মা আনোয়ারা খাতুনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার আসরের নামাজের পর দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের সরদারবাড়ি হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন, মরহুমার ছেলে সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দীস রবিউল বাশার। বুধবার সকাল ১০টার দিকে বাধ্যর্ক জনিত কারণে তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মরহুমার জানাজার নামাজ পূর্বসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দীস আব্দুল খালেক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম, মরহুমার ছেলে মুক্তিযোদ্ধা ইউনুছ আলী ও ইয়াছিন। উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামানের পরিচালনায় মরহুমার জানাজার নামাজে উপস্থিত ছিলেন,জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু,জেলা জামায়াতের নায়েবে আমীর শহিদুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী নাছিম ফারুক খান মিঠু,জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ রাজনৈতিক সামাজিক শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণীর পেষার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। আনোয়ারা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here