জেলার বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাতক্ষীরায় হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ, আম্রপালি ও স্থানীয় জাতসহ মোট ৩৩ প্রজাতির আমের প্রদর্শনী করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সোমবার (১৫ মে) সকাল ১০টায় সাতক্ষীর কালেক্টরেট পার্কে এ আমের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ আম প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক এ কে এম শফিউল আজম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, সদর সমাজ সেবা কর্মকর্তা মো. সহিদুল ইসলামসহ আরও অনেকে।জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘সাতক্ষীরার আম একটি ব্রান্ড। যেহেতু সাতক্ষীরার আম দেশের অন্য যেকোনো জেলা থেকে আগেভাগে পরিপক্ব হয়, সে কারণে এখানকার আমের চাহিদা রয়েছে দেশে ও বিদেশে। তাই সাতক্ষীরার বিষমুক্ত আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশর বিভিন্ন জেলায় ও বিদেশে রফতানি করার লক্ষ্যে সবাইকে যার যার জায়গা থেকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে কৃষি বিভাগ ও চাষিদের সতর্ক থাকতে হবে আমের গুণগত মান ঠিক রাখতে। তাহলে সাতক্ষীরার আমের যে সুনাম বিশ্বজুড়ে তৈরি হয়েছে, সেটি অক্ষুণ্ণ থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here