
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফেকুর রহমান মিল্টনের সঞ্চালনায় উপরোক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এর আগে সকাল সাড়ে ৯ টায় শহীদ আব্দুর পার্কে শহীদ আব্দুর রাজ্জাকের সমাধীতে পুস্পমাল্য অর্পন ও কবর জিয়ারত করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিব, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মোশারেফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান,
আরডিসি মোঃ মহিউদ্দিন, এনডিসি আব্দুল্লাহ আল আমিনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন