শাহজাহান আলী (মিটন) :আগামী ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। নারী -পুরুষ,তরুণ-তরুণী,শিশু – কিশোর সহ সর্বস্তরের মানুষ নেমে পড়েছে তাদের পছন্দের কেনাকাটা করতে। সাতক্ষীরা শহরের থানা সড়ক হতে বড়বাজার পর্যন্ত এলাকাতেই সবচেয়ে বেশি ভিড় নজরে পড়ছে। স্থানীয়দের পাশাপাশি ঈদের বাজার করছেন প্রত্যয়ান্ত বিভিন্ন উপজেলার মানুষ।

সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এমন পরিস্থিতির মধ্যেও ঈদের বাজারে ভিড় চোখে পড়ার মতো।
শুধু সাতক্ষীরা থানা সড়ক নয় ,ভিড় দেখা যাচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স, আমিনিয়া সুপার মার্কেট, চায়না বাংলা শপিং সেন্টার, আল বারাকা শপিং সেন্টার সহ বিভিন্ন বড় বড় মার্কেটে।
পছন্দের পণ্য কিনতে পেরে একদিকে যেমন খুশি ক্রেতারা। তেমনি বেচাকেনা ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও ।
বড় বড় মার্কেট এর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও এবার বেচাকেনার ধুম। শহরের রনি-মনি মার্কেটের মোহিনী ফ্যাশনের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, এখনো পূর্যন্ত বেচা বিক্রি সন্তোষজনক তবে ঈদের শেষ দুই সপ্তাহ মুলত বেচা বিক্রি বেশি হয়ে থাকে। বিক্রয় প্রতিনিধি মুকুল হোসেন বলেন,ঢাকার বঙ্গবাজারে আগুন লাগায় মালিক পক্ষ থেকে বাকী নিতে পারছিনা যার কারনে ব্যবসায়িদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমিনিয়া সুপার মার্কেটের মনি ফ্যাশনের সত্বাধিকারি জি এম মনিরুজ্জামান বলেন, সম্প্রতিক ঢাকার বঙ্গবাজারে আগুন লাগায় বেড়েছে ক্রয় মুল্য,মানুষের চাহিদা ও বিক্রয় মুল্য তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতা দোকানে দোকানে ঘুরে দেখছে। তবে ঈদের শেষ মূহুর্তে ভালো বিক্রি হবে ইনশাআল্লাহ। এদিকে শহরের বিভিন্ন মার্কেটের ক্রেতাদের সাথে কথা বলে জানাযায় এবছর জিনিসপত্রের দাম একটু বেশি।ক্রেতা মাগুরার শাহিনুর রহমান বলেন, প্রতি বছর ঈদের দুই একদিন আগে মর্কেট করি এতে না পাওয়া পছন্দের পোষাক, আবার ভিড় ও থাকে অনেক। তাই আগে থেকে কেনাকাটা শুরু করলাম। ক্রেতা শাল্যে গ্রামের আলমগীর হোসেন বলেন, মনে করেছিলাম মার্কেটে ভিড় কম থাকতে ঈদের কেনাকাটা করেনেব, কিন্তু মার্কেটে এসে খুব কষ্ট হয়ে যাচ্ছে। রোজা থেকে অতিরিক্ত গরম আবার ভিড় ও অনেক বেশি।

এছাড়া ভিড় দেখা গিয়েছে বিভিন্ন জুতার দোকান,মনহরির দোকান ও টেইলার্স গুলোতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here