সাতক্ষীরা সংবাদদাতাঃ
জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শনিবার দুপুর সাড়ে ১১ টায় জামায়াতের পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শ্যামনগর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো: ইমামুল হক, রমজাননগর ইউনিয়নের আমির, সেক্রেটারি, উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় দায়িত্বশীল গন উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য গত ২৩ মার্চ আকস্মিক ঘূর্ণিঝড়ে রমজাননগরের কালিঞ্চী ও পার্শ্ববর্তী গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন এবং ত্রান বিতরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here