
তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরায় কর্মরত ৫সাংবাদিকের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পাটকেলঘাটার পাঁচরাস্তা মোড়ে পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহম্মেদ, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন,কালের চিত্রের মফস্বল বার্তা সম্পাদক মেহেদি আলী সুজয়,পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সংগ্রামের পাটকেলঘাটা সংবাদদাতানাজমুল হক খান, যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ কুমার সাধু, দৈনিক নয়া দিগন্তের তালা সংবাদদাতা ইয়াছীন আলী সরদার, দৈনিক আজকের পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি মুজিবর রহমান, সদস্য আব্দুল মোতিন, আবু হোসেন, মাহাফুজুর রহমান মধু,বিশ্বজিৎ চক্রবর্তী, শাহিন আলম প্রমুথ। মানববন্ধনে বক্তরা বলেন, সাংবাদিকরা সবসময় সত্যের পথে রয়েছে। যেখানেই অনিয়ম দূর্নতী সেখানেই সাংবাদিকদের কলম চলবে। সমাজের কিছু দূর্নীতিবাদ সাংবাদিকের কন্ঠরোধ করার জন্য ষড়যন্ত্রের লিল্ত রয়েছে। সম্প্রতি এক সেমাই কারখানার দূর্নীতির সংবাদ প্রকাশ করায় সাতক্ষীরার ৫সাংবাদিকের নামে জোহর সরদার সাগর মিথ্যা মামলা করেছেন আমরা তার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।আচিরে এই মিথ্যামামলা প্রত্যহার না করলে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে ৫ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ২ এপ্রিল সাতক্ষীরার তালা আমলি আদালতে মামলা করেন স্থানীয় শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপক জহর আলী সরদার। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৩ মে এর মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল ঢাকা মেইলের জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, স্থানীয় দৈনিক পত্রদূতের সাংবাদিক হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের সাংবাদিক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক শাহীন বিশ্বাস। তাদের বিরুদ্ধে শপিং ভ্যালি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপক জহর আলী সরদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং বাদীকে মারধর করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।