সাতক্ষীরার শ্যামনগরে  বিএনপি ও জায়ামাত নেতা বর্তমান দুই ইউপি চেয়ারম্যান ও একজন সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শ্যামনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তাদেরকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, জামায়াতে ইসলামীর নেতা ও বুড়িগোয়ালীনির ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা লিয়াকত আলী বাবু। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here