সাতক্ষীরা চিত্র ডেস্ক:

আগামী ১৬ জুন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শুধু বুটেক্স ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির তথ্য মতে, এবারও বুটেক্সে ১০টি বিভাগে মোট আসন সংখ্যা ৬০০টি। আগামী ১২ এপ্রিল অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত। আর ২৫ মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের দিন ২৬ মে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে কমপক্ষে ১৯ পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তাছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায়ও জিপিএ-৫.০০ থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here