স্টাফ রিপোটার: সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সালমান কাদির রাফি ও সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ইসমাত জাহানকে সংবধনা প্রদান করা হয়েছে। বর্ণিল একাডেমি সাতক্ষীরার পক্ষ থেকে শুক্রুবার তাদেরকে সংবধনা প্রদান করা হয়। বর্ণিল একাডেমির পরিচালক শিল্পি মহররম হুসাইনের পরিচালনায় শিল্পি রাফি ও ইসমাতের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ডেভলপমেন্ট পাটি সাতক্ষীরার যুগ্ন সেক্রেটারী সাংবাদিক আবু সাইদ বিশ^াস। সালমান কাদির রাফির গাওয়া সঙ্গীত ৬ষ্ঠ রোজায় এবং ইসমাত জাহানের গাওয়া সঙ্গীত ৫ম রমজানে বাংলা ভিশন টিভিতে প্রচারিত হয়েছে। তারা দু’জনই বর্ণিল একাডেমি সাতক্ষীরার শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here