
বদর নিয়ে শিক্ষক আব্দুল্যাহ আল – মামুনের স্বরচিত কবিতা
“বদর ”
আব্দুল্ল্যাহ আল মামুন
ঐতিহাসিক বদর।
১৭-ই রমজান।
বদরের অনেক কদর।
রোজা রেখে দিল জান কুরবান।
সংখ্যাটা ৩১৩ বিপরীতে হাজার
আল্লাহ যদি রাখে মারে তারে কে আর?
রোজাদারের অনেক মূল্য
কে আছে তার তূল্য?
শিক্ষা নেবার বদর তুমি
দীক্ষা নেবার সদর।
অন্তরে তব থাকলে ঈমান
সব বদরে পাবে ত্রাণ।
বদর বদর হাজার বদর
আর কতকাল করবে সবর?
বদর থেকে দীক্ষা নিয়ে
যাও মুমিন ফের এগিয়ে।