সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুল মালেককে গ্রেফতার করেছে র্যাব। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মালেক কলারোয়া পৌরসভার বাসিন্দা।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, আবদুল মালেক ভারত থেকে সদর উপজেলার কুশখালী এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা।
নিউজ ডেস্ক :