
পাটকেলঘাটা প্রতিনিধি
পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী আকাশের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল দশটার সময় নিজ গ্রাম পাটকেলঘাটা পশ্চিম পাড়া জামে মসজিদ চত্বরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল হাই, প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার নেছার আলী, মাওলানা রেজাউল করিম, সহকারী অধ্যাপক ইয়াসিন আলী, ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন কবির। পরিবারের পক্ষ থেকে দোয়া চান মনিরুল ইসলাম। জানাজা শেষে মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রীজের পশ্চিম পাশে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাটকেলঘাটা ডাকবাংলোর তত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)। তারা দুজনই নিহত হয়।