হাসানুর রহমান হাসান,সাতক্ষীরা প্রতিনিধিঃপাটকেলঘাটা থানার কুমিরার কেশা গ্রামে পানির শেওলার মধ্যে বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। এলাকাবাসীর ধারণা, উল্লেখ্য পাটকেলঘাটা থানার কেশা গ্রামের আশরাফ সরদার(৪০) গত সোমবার থেকে পরিবারের কেউ তাকে খুজে পাচ্ছিলেন না, প্রতাক্ষ্যদর্শী ও কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, সকালে এলাকাবাসী খবর দিলে আমি এসে পানির শেওলা মধ্যে থেকে লাশ সনাক্ত করার চেস্টা করছি ও তার পরিবারের ভাই ও বোন, মা মিলে লাশ সনাক্ত করার চেস্টা করছে, সে পেশায় একজন কৃষক ও ভ্যান চালক ছিলেন। আমরা হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। এলাকাবাসীর ধারনা কেউ তাকে মেরে পানির শেওলার ভিতরে লুকিয়ে রাখেন। লাশটি দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ ঘটনাস্থলে হাজির হয়েছে।
এই ব্যাপারে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ  ঘটনার সত্যতা করেছেন। প্রকৃত ব্যক্তির  পরিচয় বের করার চেস্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here