
চলতি মাসের ১৬ এপ্রিল সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ আম সংশ্লিষ্ট এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন জাতের আম বাজারজাতকরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়। নির্দেশনা অনুযায়ী আগামী ১২ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ অন্যান্য স্থানীয় আম পাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া ২৫ মে থেকে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্রপালি পাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ক আম রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকিয়ে জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপের অধিকাংশ ক্ষেত্রে রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দ করে নষ্ট করা হচ্ছে এ বিষয়ে প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে।
সেই হিসেবে শুক্রবার রাতে গোপন খবর পেয়ে তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম কুমিরা এলাকা থেকে একটি ট্রাক ভর্তি অনুমান ৪ হাজার কেজি আম জব্দ করে। শনিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সেগুলি পিষ্ট করে ধ্বংস করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়, ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার অধিকারী, উপ-পরিদর্শক সোলাইম্যান কবির সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।