
পাটকেলঘাটা প্রতিনিধি।।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার জীবন নাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল ৫ টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেট চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষন সনৎ কুমাার, তালা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড শেখ আব্দুস সামাদ, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর জাকির হোসেন,শাহাবুদ্দিন বিশ্বাস, তালার সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকুর হোসেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়।