
তুরস্কের প্রতিরক্ষা সংস্থা হ্যাভেলসান ডিজিটাল সৈন্যদের নিয়ে কাজ করছে। তাদের পরিকল্পনা অনুসারে, তুরস্কে নির্মিত ড্রোন, স্থল ও সমুদ্রভিত্তিক মনুষ্যবিহীন যানের সমন্বয়ে যৌথ সামরিক অভিযান চালানো হবে। একটি স্বায়ত্তশাসিত রোবোটিক সিস্টেমের মাধ্যমে এ সামরিক অভিযান পরিচালিত হবে। দেশটির ডিজিটাল সৈন্যরা এই বছরই মাঠে নামবে।
আনাদোলুর সঙ্গে কথা বলার সময় হ্যাভেলসানের মহাব্যবস্থাপক মেহমেত আকিফ নাকার বলেন, ডিজিটাল সেনাদের পরিকল্পনার বিষয়টি এ বছরই উদাহরণসহ প্রকাশ করা হবে।
তিনি বলেন, এখন সময় এসেছে বারকান [মানবহীন স্থলযান], বাহা [ড্রোন], ও সানকার [সমুদ্রভিত্তিক মনুষ্যবিহীন যান] কীভাবে ডিজিটাল সেনাদলের অংশ হিসেবে মাঠে কাজ করবে তা দেখানোর। এর মাধ্যমে কীভাবে একজন সৈন্য এ ডিজিটাল সেনাদলে অবস্থান করবে তা বোঝা যাবে।
মেহমেত আকিফ নাকার আরও বলেন, এ বিষয়ে অবকাঠামোগত কাজ এখনও অব্যাহত রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, হ্যাভেলসান কোম্পানি তাদের বারকান ইউজিভির [মানবহীন স্থলযান] আরও উন্নয়ন করেছে এবং এটার উত্পাদন শুরু করেছে।
নাকার ব্যাখ্যা করে বলেন, ‘একবার সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো সম্পন্ন হলে আমরা এই বছরের প্রথমার্ধে বারকান ইউজিভির ব্যাপক উত্পাদন শুরু করব।’
সূত্র : আনাদোলু এজেন্সি