সাতক্ষীরা চিত্র ডেস্ক:

সাতক্ষীরার তালায় সীমানা পিলার সদৃশ্য বস্তুসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  শনিবার ২৯ এপ্রিল রাতে তালা  উপজেলার জেঠুয়া গ্রামের জবেদ আলী কারিকরের বাড়ি থেকে উক্ত সীমানা পিলারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত উজির আরী ছেলে ইসমাইল আলী শেখ(৬৩), যশোর জেলা সদরের গাইদগাছি গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে সাহিদুল ইসলাম(৫৩) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার এস.আই আব্দুল আলিম জানান, তালা উপজেলার জেঠুয়া গ্রামের একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সীমানা পিলার সদৃশ্য বস্তুসহ উক্ত চক্রের তিনজনকে আটক করা হয়। এসময় বাড়ির মালিক জবেদ আলী কারিকর গাজীসহ আরও কয়জন পালিয়ে য়ায়  ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় তালা থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। যার উচ্চতা ২৫ ইঞ্চি। নিচে ব্যাস সাড়ে ২২ ইঞ্চি। সীমানা পিলার নিয়ে দীর্ঘদিন ধরে এ চক্রটি প্রতারণার ব্যবসা করে আসছিল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here