তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্তান নিয়েছে প্রেমিকা।  এদিকে ঘটনার পর থেকে লাপাত্তা হয়েছে ওই প্রেমিক বলে জানা গেছে।  বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলার কুমিরা ইউনিয়নের দাদপুর এলাকায় ঘটনাটি ঘটে।
সে দাদপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছেলে অরন্য (২৬)। অনাশনরত প্রেমিকা একই এলাকার ইউনুস আলীর মেয়ে আসমা আক্তার (১৯)।
এলাকাবাসী জানায়,একই এলাকার ইউনুস আলীর স্কুল পড়ুয়া মেয়ে আসমা খাতুন সাথে  মুক্তিযোদ্ধা  আতিয়ার রহমানের ছোট ছেলে অরণ্যের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন,  এর আগে দুই বার বিয়ে হয়েছিল ওই স্কুল ছাত্রীর। এরপর সে রাজধানী ঢাকাতে অবস্তান শেষে দ্বিতীয় স্বামীকে ডিবোস দিয়ে এলাকায় ফিরে আসে।  কিছুদিন আগে সে আবার স্কুলেও ভর্তি হয় বলে শুনেছি। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৯ বছরের বেশি হবে। আজ ঘটনাটি শোনার পর এলাকারবাসীর সহয়তায়  তাদের বিষয়ে ব্যাবস্থা করা হচ্ছে । আজ রাতেই বিয়ে হতে পারে বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কাঞ্চন কুমার রায় বলেন,ঘটনাটি তিনি শুনেছেন। এবিষয়ে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here