
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে বুধবার (১৭ই মে) সকালে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোধন করা হয়েছে।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজার সঞ্চালনায় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, মোহনা টিভির প্রতিনিধি আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, কুমিরা ইউনিয়ন কৃষকলীগের নাজমুল হাসান মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলিত মৌসুমি বোরো মৌসুমে ৫হাজার ৯শ ৭৫ মেট্রিকটন চাল ৪৪ টাকা কেজি দরে এবং , ১৫’শ ৫৭ মেট্রিকট ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে জানান খাদ্য গুদাম কর্মকর্তা।