সাতক্ষীরা চিত্র ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে নাছির মিয়া (১৬) নামের এক শিক্ষার্থী।

রোববার (২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন উইনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাছিরের। নিহত নাছির মিয়া ওই এলাকার জয়নাল আবেদনীর ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার আওনা ইউনিয়নের চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন।

গত রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টা দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় তার নিজ ঘরেই শরীর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ‘নিহত নাছির মিয়া তার পরিবারের কাছে কিছুদিন ধরেই মোটরসাইকেল কিনার জন্য আবদার করে আসছিল। মৃত্যুর আগে নাছির তার বাবাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আল্টিমেটামও দিয়েছিলেন। দুই দিনের মধ্যে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে।

গত রোববার পরিবার মোটরসাইকেল কিনে না দিতে পারায় রাতে নিজ ঘরে শরীর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে তার পারিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুহাব্বত কবির জানান, নিতহ নাছির মোটরসাইকেল না পেয়ে পেট্রোল গায়ে আগুন লাগিয়ে দেয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ আজ তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here