
এসসি ডেস্ক :৭মে ২০২৩
খুলনার কয়রায় উত্তরচক কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক অধ্যাপককে মারধরের অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগী অধ্যাপকের নাম মো. নজরুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক তিনি। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ আল-মাহমুদ। তিনি মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
শনিবার (৬ মে) রাতে অধ্যাপক নজরুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বামুন চন্দ্র বিশ্বাস বলেন, ‘মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম এস দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
উল্লেখ্য, গত শুক্রবার (৫ মে) খুলনার কয়রা উপজেলার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে অধ্যাপক নজরুল ইসলামকে মারধর করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।
গুরুতর আহতাবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।