নিজস্ব প্রতিবেদকঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সকলের প্রিয় শিক্ষক মধুসুদন পাল। বুধবার ভোর রাতে  নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ  করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মৃত্যুন্তে  তিনি দুই মেয়ে, স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মধুসুদন দীর্ঘদিন যাবৎ পার্শবর্তী কে এম এস সি কলেজিয়েট ইনষ্টিটিউশানে শিক্ষকতা করেছেন। এছাড়া  কয়েকবছর আগে অবসরের পর খলিষখালী ইউনিয়ন আ”লীগের সহ-সভাপতির দ্বায়িক্ত পালন করেন।  এদিকে তার মৃত্যুর খবর পেয়ে  শোকসমাপ্ত  পরিবারের প্রতি সমাবেদনা জানাতে  ছুটে যান তালা উপজেলা আ”লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক সমীর দাশ,  সহ সভাপতি সরদার কামরুজ্জামান, সুনীল দে  কৃষকলীগ সভাপতির বিধান দাশ, আলীগ নেতা অশোক লাহেড়ী,  গাজী আব্দুর ছাত্তার, কোমল দাশ  প্রমুথ।আজ দুপুরে ইসলামকাটি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলে পরিবার সুত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here