এসসি/ডেস্ক:
বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের যৌথ প্যানেল ডব্লিউএমও/এসকাপ- এর ‘প্যানেল অন ট্রপিকল সাইক্লোন’ ১৩টি দেশের সুপারিশ মোতাবেক ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে। ১৬৯টি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রতিটি দেশই নামকরণের সুযোগ পায়।
কোনও ব্যক্তি বা দেশ যাতে আঘাত না পায় এমনভাবেই নামকরণ করতে হয় ঘূর্ণিঝড়ের। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। লোহিত সাগরের উপকূলবর্তী দেশটির একটি বন্দরনগরীর ইংরেজি নাম ‘Mocha’। নগরী গোটা বিশ্বে কফি রপ্তানির জন্যও বিখ্যাত। আর তাই ইয়েমেন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মোখা।