সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ৩০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট এর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতি পদে মনোনীত হন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক মোজাম মনোীত হয়েছেন ।
উপজেলার ১২ টি ইউপি চেয়ারম্যানদের উদ্যোগে ইফতার মাহফিল ও কমিটি গঠনের লক্ষে মত বিনিময় সভায় সকল চেয়ারম্যানের মতামতের ভিত্তিতে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে সভাপতি ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক এবং নলতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুর রহমানকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করেন।
এসময়ে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন ও মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।